নোয়াখালীতে অপরাধ নিয়ন্ত্রণে ১৬০ সিসি ক্যামেরা
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
নোয়াখালীতে-অপরাধ-নিয়ন্ত্রণে-১৬০-সিসি-ক্যামেরা
বুধবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন নোয়াখালীর সুধারাম মডেল থানায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি মো. আনোয়ার হোসেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে এবং শনাক্তকরণে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন- নোয়াখালী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নবাগত পুলিশ সুপার দীপক জৌতি খিসা, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক প্রমুখ।
উল্লেখ্য, সুধারাম থানার বিভিন্ন পয়েন্টে ১০০টি এবং বেগমগঞ্জ ও চৌমুহনীতে ৬০টি সিসি ক্যামেরা কন্ট্রোল ও মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।