গুলিতে নয়, যুবদলকর্মী শাওনের মৃত্যু ইটের আঘাতে: পুলিশ সুপার
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
গুলিতে-নয়-যুবদলকর্মী-শাওনের-মৃত্যু-ইটের-আঘাতে-পুলিশ-সুপার
বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।
তিনি বলেন, ২১ সেপ্টেম্বর বিকেলে পুরাতন ফেরিঘাটে সদর উপজেলা বিএনপি ও মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতাকর্মীরা অনির্ধারিত সমাবেশ ও ঝটিকা মিছিল বের করে। এ সময় পুরোনো কোন্দলের জেরে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। তারা শ্রমিক লীগের অফিস ভাঙচুর করলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা মারমুখী হয়ে ওঠে। চারদিক থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
পুলিশ সুপার বলেন, ইটের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ওসিসহ ১৬ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের রাবার কার্তুজ ও টিয়ার শেল নিক্ষেপ করে। বিএনপি নেতাকর্মীরা ৩-৪টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ ২৪ জন অভিযুক্তকে গ্রেফতার করে। ঐ ঘটনায় নৈরাজ্য সৃষ্টি করাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা হয়।
তিনি আরো বলেন, যুবদলকর্মী শাওন বিএনপির অন্য এক কর্মীর পেছন থেকে ছুঁড়ে মারা ইটের আঘাতে আহত হন। গুরুতর অবস্থায় স্বজনরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ২২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে শাওনের লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢামেকের ফরেনসিক বিভাগে হস্তান্তর করে পুলিশ। ফরেনসিক বিভাগ ময়নাতদন্ত সম্পন্নের পর ভিসেরা পরীক্ষা করে। এতে মাথায় আঘাতজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে মতামত দেওয়া হয়। নিহত শাওনের মাথার পেছনে থেঁতলানো আঘাত রয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। গুলির কোনো চিহ্ন নেই।
এর আগে, শাওনের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পেছন থেকে কিছুর আঘাতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
মোবাইলে ধারণ করা ঐ ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের সময় অগ্রভাগ থেকে ইটপাটকেল নিক্ষেপ করছেন যুবদলকর্মী শাওন। তার সঙ্গে ২৫-৩০ জন নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করছেন। একপর্যায়ে শাওন ইট নিক্ষেপ করতে করতে সামনের দিকে চলে গেলে হঠাৎ পেছন থেকে ছোঁড়া কিছুতে আঘাতপ্রাপ্ত হন। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন।