যারা ত্যাগ-নিষ্ঠা দিয়ে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ: আইজিপি
প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
যারা-ত্যাগ-নিষ্ঠা-দিয়ে-কাজ-করেছেন-তাদের-প্রতি-কৃতজ্ঞ-আইজিপি
মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ডিএমপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আইজিপি বলেন, ডিএমপির সঙ্গে আমার সম্পর্ক পেশাগত ও আত্মিক। ১৯৯০ সালে সহকারী কমিশনার হিসেবে ডিএমপিতে যোগদান করে ১৯৯৫ সাল পর্যন্ত কর্মরত ছিলাম। আবার ২০০০ সালে উপ কমিশনার হিসেবে এখানে যোগদান করি। ২০১০ সালের অক্টোবরে ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করি। আমার পেশা জীবনের ১০ বছর অর্থাৎ এক তৃতীয়াংশ সময় ডিএমপিতে ছিলাম।
অনুষ্ঠানে সভাপতির ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, জীবনে মানুষ কত কিছু করতে পারে। আপনি বাংলাদেশ পুলিশকে এত কিছু দিয়েছেন যার তুলনা করার ধৃষ্টতা আমি রাখি না। যতদিন বাংলাদেশ পুলিশ থাকবে, ততদিন আপনার অভাব অনুভব করবে। আমরা আপনাকে মাথার উপর বটবৃক্ষ হিসেবে পেয়েছি। ভালোবেসেছেন, আদর করেছেন, দরকার হলে ধমক দিয়েছেন- দিনশেষে স্নেহ দিয়ে বুকে টেনে নিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন। শত শত মানুষের আশীর্বাদ পাওয়ার যে ক্ষেত্র আপনি তৈরি করেছেন তা ধরে রাখতে পারলে পুলিশ আরো সামনে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যু্গ্ম কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আইজিপি ড. বেনজীর আহমেদের কর্মজীবন নিয়ে একটি প্রামণ্যচিত্র প্রদর্শিত হয়।