শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পানি ভর্তি বালতিতে পড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

পানি-ভর্তি-বালতিতে-পড়ে-প্রাণ-গেল-শিশুর

পানি-ভর্তি-বালতিতে-পড়ে-প্রাণ-গেল-শিশুর

গাজীপুরের কালীগঞ্জে পানি ভর্তি বালতিতে পড়ে তৃষা নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু তৃষা একই গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।

মৃত শিশুর চাচা ইসমাইল হোসেন জানান, বাড়ির উঠানে গোসলের জন্য বালতি পানি ভর্তি করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে দুপুরের কোনো এক সময় তৃষা খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে বালতির পানিতে পড়ে থাকতে দেখা যায়। তৃষাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর হয়েছে।