আর্জেন্টিনার হয়ে মেসির সেঞ্চুরি
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
আর্জেন্টিনার-হয়ে-মেসির-সেঞ্চুরি
বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ৩৫ মিনিটেই দুই গোল করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের বড় জয় পায় আর্জেন্টিনা। দলকে জেতানোর পাশাপাশি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে উঠে এসেছেন মেসি। এছাড়া করেছেন অন্যরকম এক সেঞ্চুরি।
জাতীয় দল তথা আর্জেন্টিনার হয়ে আজ শততম জয়ের দেখা পেয়েছেন মেসি। এমন উপলক্ষ দারুণ পারফরম্যান্স দিয়ে রাঙিয়েছেন সময়ের সেরা এই ফুটবলার।
দেশের হয়ে ৮৮ গোল নিয়ে জ্যামাইকার মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন এই তারকা। জোড়া গোলে মালয়েশিয়ার সাবেক মোখতার দাহারিকে (১৪২ ম্যাচে ৮৯ গোল) পেছনে ফেলে তিনে উঠে আসেন মেসি। ১৬৪ ম্যাচে তার গোলসংখ্যা ৯০। ১৯১ ম্যাচে ১১৭ গোল নিয়ে এই তালিকার শীর্ষে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
১৪৮ ম্যাচে ১০৯ গোল নিয়ে দুইয়ে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ি। ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে শততম গোলের মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে মেসিকে।