চট্টগ্রামে ডেঙ্গুতে এবার শিশুর মৃত্যু
প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
চট্টগ্রামে-ডেঙ্গুতে-এবার-শিশুর-মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মিফতাহুল জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এর আগে, ভোরে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।
নয় বছর বয়সী মিফতাহুল জান্নাত নগরের জামালখান এলাকার বাসিন্দা।
পার্কভিউ হাসপাতালের এমডি রেজাউল করিম বলেন, মঙ্গলবার রাতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুটি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সে মারা যায়।
এর আগে, গত ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।