শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

রাজবাড়ীতে-অস্ত্র-গুলিসহ-পৌর-কাউন্সিলর-গ্রেফতার

রাজবাড়ীতে-অস্ত্র-গুলিসহ-পৌর-কাউন্সিলর-গ্রেফতার

সম্পর্কিত খবর লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ যুবক আটক রাজবাড়ীর কালুখালীতে বিদেশি অস্ত্র-গুলিসহ তাজুল ইসলাম নামে এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

গ্রেফতাররা হলেন- পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে ৪০ বছর বয়সী তাজুল ইসলাম ও তার সহযোগী পৌর শহরের নারায়ণপুর গ্রামের আব্দুল রহমান মীরের ছেলে হৃদয় মীর।

পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কালুখালীর সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের মেহগনি বাগান থেকে কাউন্সিলর তাজুল ও তার সহযোগী হৃদয়কে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাজুলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় তিনটি অস্ত্র মামলাসহ আটটি মামলা রয়েছে। হৃদয়ের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন।