শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, ২৬ জনকে জরিমানা

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ফেনীতে-বিনা-টিকেটে-ট্রেন-ভ্রমণ-২৬-জনকে-জরিমানা

ফেনীতে-বিনা-টিকেটে-ট্রেন-ভ্রমণ-২৬-জনকে-জরিমানা

রেলে বিনা টিকেটে ভ্রমণ, টিকেটের কালোবাজারি রোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রেল বিভাগ। 

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ফেনী স্টেশন হয়ে আসা যাওয়া করা তিনটি ট্রেনের যাত্রীদের মধ্যে ২৬ জনকে বিনা টিকেটে ভ্রমণের দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এসব যাত্রী থেকে আইন অনুযায়ী ভাড়া আদায় ও বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৯ হাজার ৬৭৫ টাকা জরিমানা আদায় করেন। 

অভিযানে রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম, বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও ফেনীর স্টেশন মাস্টার মো, হারুন অর রশিদসহ রেলের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, রেলে বিনা টিকেটে ভ্রমণ, টিকেটের কালোবাজারি রোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে ফেনীতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।