কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
কাঁধে-কাঁধ-মিলিয়ে-দেশকে-এগিয়ে-নিতে-হবে-পানিসম্পদ-প্রতিমন্ত্রী
বুধবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ‘সামাজিক সম্প্রীতি সমাবেশ-২০২২’অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জাহিদ বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকাতে হবে।
তিনি আরো বলেন, বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে পরাজিত করেছে বাংলাদেশ। সরকার, প্রশাসন ও জনতার সম্মিলিত প্রয়াসে শক্তিশালী হয়েছে সম্প্রীতির বাংলাদেশ। কঠোর পদক্ষেপের মাধ্যমে উস্কানির অবসান ঘটিয়ে বিজয়ী হয়েছে শান্তি ও সৌহার্দ্য।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ওয়াহেদুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান প্রমুখ।
আলোচনা সভার আগে এক র্যালি শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এর আগে তিনি বরিশাল সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোয় সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন।