এবার ভিয়েতনামে আছড়ে পড়লো শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নোরু’
প্রকাশিত : ১১:৫০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
এবার-ভিয়েতনামে-আছড়ে-পড়লো-শক্তিশালী-ঘূর্ণিঝড়-নোরু
সিএনএন-এর আবহাওয়াবিদদের তথ্যানুযায়ী, ৩৬ ঘণ্টার কম সময়ের মধ্যে ফিলিপাইনে ধ্বংসাযজ্ঞ চালানোর পর সেটি চলে যায়। সেখানে সেই ঘূর্ণিঝড় কারডিং নামে পরিচিত ছিল।
ফিলিপাইনে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছিল। তবে আবার সেটি শক্তি সঞ্চয় করে দ্বিতীয় ক্যাটাগরির সামুদ্রিক ঝড়ে পরিণত হয়, যার বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৭৫ কিলোমিটার।
ভিয়েতনামে পৌঁছার আগে সেখানকার কর্তৃপক্ষ সমুদ্রে জাহাজ বিচরণ নিষিদ্ধ করেছিল। একই সঙ্গে শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশ দেয়।
ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হবে এবং ডা ন্যাং-এর কাছের উপকূলে আরো শক্তিশালী হবে। তবে যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার সেন্ট্রাল ভিয়েতনাম, লাওসের দক্ষিণাঞ্চল এবং থাইল্যান্ডের উত্তরাঞ্চলে দূর্বল হয়ে আঘাত হানবে। সেখানে ৪৮ ঘণ্টার বন্যার আশঙ্কা করা হচ্ছে।
ভিয়েতনাম নিউজের বরাতে সিএনএন- প্রতিবেদনে জানায়, মঙ্গলবার এক লাখ পরিবারের চার খাল মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ভিয়েথনামের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (ভিএনএ) জানায়, ডা ন্যাং শহরে ১১ হাজার বিদেশি পর্যটক ও সাত হাজার দেশীয় পর্যটক রয়েছেন।
স্থানীয় সরকার জানায়, ৫৮ হাজার নৌকার সঙ্গে তিন লাখ শ্রমিক পাঠানো হয়েছে যাতে স্থানীয়রা নিরাপদে আশ্রয় নিতে পারের।। ঘূণিঝড় মোকাবিলায় মঙ্গলবার সব অপ্রয়োজনীয় সভা বর্জন করার নির্দেশ জারি করে স্থানীয় সরকার।