শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন দিন বাড়ল তদন্ত প্রতিবেদন জমার মেয়াদ 

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

তিন-দিন-বাড়ল-তদন্ত-প্রতিবেদন-জমার-মেয়াদ 

তিন-দিন-বাড়ল-তদন্ত-প্রতিবেদন-জমার-মেয়াদ 

সম্পর্কিত খবর পঞ্চগড়ে নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৮ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে আরো তিন দিন। 

বুধবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

তিনি বলেন, তদন্ত কমিটির সদস্যরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহতদের চিকিৎসা ও মৃতদের পরিবারকে সহায়তা প্রদানে সরাসরি সম্পৃক্ত ছিল। ফলে তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য আরো তিন দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেন জেলা প্রশাসকের কাছে। পরে তা মঞ্জুর করা হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত নতুন কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি।

এর আগে রোববার করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী ঘাটে মহালয়া দেখতে যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এ ঘটনায় ৩১  নারী, ১৬ পুরুষ ও ২১ শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদের মধ্যে জেলার সদর উপজেলার একজন, বোদা উপজেলার ৪৫ জন, দেবীগঞ্জ উপজেলার ১৭ জন, আটোয়ারী উপজেলার দুইজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন রয়েছেন।