শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কারখানায় মেয়াদোত্তীর্ণ রঙে আইসক্রিম, লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

কারখানায়-মেয়াদোত্তীর্ণ-রঙে-আইসক্রিম-লাখ-টাকা-জরিমানা

কারখানায়-মেয়াদোত্তীর্ণ-রঙে-আইসক্রিম-লাখ-টাকা-জরিমানা

সম্পর্কিত খবর ঝালকাঠিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে মেয়াদোত্তীর্ণ রঙ দিয়ে আইসক্রিম বানানোর দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের মধুপুর সড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভ্রাম্যমাণ আদালতের এ বিচারক জানান, মোয়াদোত্তীর্ণ রঙ ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছিল- এমন সংবাদে মধুপুর সড়ক এলাকায় সোনিয়া আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।