নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
নাটোরে-মাদক-মামলায়-একজনের-যাবজ্জীবন
মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- আল্লাম হোসেন আলম রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চরকানা পাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে। তবে দণ্ডপ্রাপ্ত আলম পলাতক।
নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ১৩ জানুয়ারি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশির সময় আলমকে ১শ’ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ।
এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার এসআই মোখলেছুর রহমান বাদী হয়ে আলমের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেয়। দণ্ডপ্রাপ্ত আলম মামলা চলা অবস্থায় জামিন পেয়ে পলাতক রয়েছেন।