শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রহিমার ঘুষিতে প্রাণ গেল মাহমুদার

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

রহিমার-ঘুষিতে-প্রাণ-গেল-মাহমুদার

রহিমার-ঘুষিতে-প্রাণ-গেল-মাহমুদার

সম্পর্কিত খবর শিক্ষিকাকে চোখ-মুখে ঘুষি মেরে লাঞ্ছিত করলেন শিক্ষা কর্মকর্তা কুমিল্লা ইপিজেডের এক নারী শ্রমিকের কিল-ঘুষিতে মাহমুদা বেগম নামে ৪০ বছর বয়সী আরেক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর উনাইশার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ।

নিহত মাহমুদা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটাংঘর এলাকার মো. খালেকুজ্জামানের মেয়ে। তিনি কুমিল্লা ইপিজেডে বেনটিক্স ফ্যাক্টরিতে কাজ করতেন।

অভিযুক্ত ২২ বছর বয়সী রহিমা আক্তার জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনিও বেনটিক্স ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোখলেসুর রহমান জানান, নগরীর উনাইশার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন মাহমুদা ও রহিমা। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার আগে তুচ্ছ বিষয় নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহমুদাকে কিল-ঘুষি দেন রহিমা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোখলেসুর রহমান আরো জানান, অভিযুক্ত রহিমাকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।