ওয়াটফোর্ডের নতুন কোচ স্লাভেন বিলিচ
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ওয়াটফোর্ডের-নতুন-কোচ-স্লাভেন-বিলিচ
সব ধরনের প্রতিযোগিতায় ওয়াটফোর্ডের হয়ে মাত্র ১১টি ম্যাচে কাজ করার সুযোগ পেয়েছিলেন এডওয়ার্ডস। কিন্তু ক্লাবের পারফরম্যান্সে কোন উন্নতি না হওয়ায় চাকরি হারাতে হলো এডওয়ার্ডসকে। তার বরখাস্তের সঙ্গে সঙ্গেই বিলিচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ওয়াটফোর্ড।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় ওয়াটফোর্ডের। ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের লিগ চ্যাম্পিয়নশিপে এবারের মৌসুমে ১০ ম্যাচ পরে তিনটি জয়ে ওয়াটফোর্ড বর্তমানে টেবিলের ১০ম স্থানে রয়েছে।
ক্লাব মালিক গিনো পোজ্জো এ সম্পর্কে বলেছেন, ‘বোর্ডের সর্বসম্মতি সিদ্ধান্ত অনুযায়ী আমি মনে করেছি ক্লাবের বৃহত্তর স্বার্থে পরিবর্তনটা জরুরী। আমরা মনে করি নিজের যোগ্যতা প্রমাণে যথেষ্ঠ সময় পেয়েছে রব। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হচ্ছিল না।’
তিনি আরো বলেন, ‘এখন আমাদের অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। স্লাভেন বিলিচকে দলে ভিড়িয়ে আমরা একজন অভিজ্ঞ কোচের সার্ভিস নেবার চেষ্টা করেছি। সম্প্রতি প্রিমিয়ার লিগে তার অধীনে ক্লাবের উন্নতির রেকর্ড রয়েছে।’
ক্রোয়েশিয়া জাতীয় দলের সাবেক কোচ ৫৪ বছর বয়সী বিলিচের অধীনে ২০১৯/২০ মৌসুমে ওয়েস্ট ব্রুম প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছিল। এরপর থেকে চাইনিজ সুপার লিগে বেইজিং গুয়ানের কোচ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি।