মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রকাশ্যে পাঁচজনকে হত্যা করলো মিয়ানমার জান্তা

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

প্রকাশ্যে-পাঁচজনকে-হত্যা-করলো-মিয়ানমার-জান্তা

প্রকাশ্যে-পাঁচজনকে-হত্যা-করলো-মিয়ানমার-জান্তা

মিয়ানমারের উত্তর-পশ্চিম অংশের প্রশাসনিক এলাকা স্যাগেইং অঞ্চলের ওয়েটলেট জনপদে অভিযান চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে মিয়ানমার জান্তা বাহিনী। এ অভিযানের পর ২০ জন নিখোঁজ রয়েছেন। অভিযানের সময় বেশ কয়েকটি বাড়িতে পুড়ানো হয়েছে।

স্থানীয়দের বরাতে এ খবর প্রকাশ করেছে দ্যা ইরাবতি।

ওয়েটলেট জনপদের পিপলস ডিফেন্স ফোর্স জানায়, ডিভিশন ৩৩-এর অধীনে শেবু শহরে থাকা ৪২ নং ইনফেনট্রি ব্যাটলিয়ন থেকে দুটি ৫০ জন জান্তা সৈন্য ইয়াথারগি গ্রামে রোববার এলোপাড়াতি গুলি চালায়।

ওয়েটলেট জনপদের পিপলস ডিফেন্স ফোর্সের এক যোদ্ধা জানায়, জান্তার অভিযানের সময় ১৫০ জন মানুষ পালাতে সক্ষম হননি। তাদের প্রত্যেককে জিজ্ঞাসাদের জন্য আটক করা হয়। পরে সৈন্যরা গ্রামের বিদ্যালয়ে তাবু গেড়ে প্রশ্নের জন্য গ্রামবাসীকে ডাকে। 

ইয়াথারগি গ্রামটি ওয়েটলেট জনপদের পশ্চিমের মানডেলায়, শেবু ও মনওয়া দিকে যাওয়া অংশে অবস্থিত। সেই গ্রামে এক হাজার মানুষের বাস। কোনো কারণ ছাড়াই সেই গ্রামে অভিযানে চালায় সেনারা। 

বু মে আউজার জানান, অভিযানে অন্তত ১০ জনকে আঘাত করেছে এবং অনেক গৃহপালিত পশুকেও হত্যা করেছে জান্তা সেনারা। সেনাদের মর্টার শেলের আঘাতে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এছাড়া তারা নিজেরাই কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ইয়াথারগি গ্রাম থেকে পাশের গ্রামে সবাই পালিয়ে গেছেন।