মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অলরাউন্ডাররাই হবে বিশ্বকাপে ইংল্যান্ডের মূল শক্তি

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

অলরাউন্ডাররাই-হবে-বিশ্বকাপে-ইংল্যান্ডের-মূল-শক্তি

অলরাউন্ডাররাই-হবে-বিশ্বকাপে-ইংল্যান্ডের-মূল-শক্তি

আর কিছুদিন পরই অস্ট্রেলিয়ায় বসবে টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। দেশটির সাতটি ভেন্যুতে আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের মহারণ।

মোট ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নেবে। এর মাঝে প্রথম পর্বে ৮ দল খেলবে সুপার টুয়েলভে ওঠার জন্য। ১৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৪৫ ম্যাচের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

এরই মধ্যে প্রায় সব দেশ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কোন দলের স্কোয়াডে কারা আছেন, কেমন তাদের শক্তিমত্তা সেসব নিয়েই দৈনিক প্রভাতীের পাঠকদের জন্য আমাদের এই আয়োজন।

আজ তৃতীয় পর্বে দেখে নিন ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ও বিভিন্ন তথ্য।

এবারের আসরে গ্রুপ ওয়ানে পড়েছে ইংল্যান্ড। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও বাছাইপর্ব থেকে উঠে আসা দুই দলকে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামবে ইংলিশরা।

দীর্ঘদিন পর ইংল্যান্ড দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার অ্যালেক্স হেলসসেপ্টেম্বরের ২ তারিখে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাজে ফর্মের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন তারকা ব্যাটার জেসন রয়। এই বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার।

শুরুতে জনি বেয়ারস্টোর নাম থাকলেও ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় ডাক পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার অ্যালেক্স হেলস। 

টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস গেল বছরের মার্চের পর থেকে কোনো টি-২০ না খেললেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্ক উড ও ক্রিস ওকস।

ইংল্যান্ড দলে ব্যাটার হিসেবে আছেন হ্যারি ব্রুক, ডেভিড মালান, ফিল সল্ট ও অ্যালেক্স হেলস। উইকেটরক্ষক হলেও অধিনায়ক বাটলার থাকবেন ব্যাটিং নেতৃত্বে। তার সঙ্গে একাদশে হেলস ও মালানের থাকার সম্ভাবনাই বেশি। অভিজ্ঞতার বিচার সল্ট ও ব্রুক কিছুটা পিছিয়ে থাকবেন।

ফাস্ট বোলার মার্ক উড এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনঅলরাউন্ডার হিসেবে ইংল্যান্ড দলে আছেন মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি, বেন স্টোকস ও ক্রিস ওকস। প্রত্যেকেই মূল একাদশে সুযোগ পাওয়ার যোগ্য। মঈন, লিভিংস্টোন, স্টোকস নিজেদের দিনে কী করতে পারেন তা ক্রিকেট বিশ্ব ভালোভাবেই জানে।

বোলিং ডিপার্টমেন্টেও ইংল্যান্ডকে হেলাফেলা করার সুযোগ নেই। স্যাম কুরান, ক্রিস জর্ডান,আদিল রশিদ, রিস টপলি, মার্ক উড প্রত্যেকেই বিশ্বমানের। একাদশে রশিদ ও উডের জায়গা প্রায় নিশ্চিত। কুরান, জর্ডান ও টপলির যে কেউ পরিস্থিতি বিবেচনায় দলে সুযোগ পেতে পারেন।

বলা যায় অলরাউন্ড ক্রিকেটাররাই এবারের ইংল্যান্ড স্কোয়াডে সবচেয়ে বড় শক্তি। তারা একদিকে যেমন স্কোয়াডের গভীরতা বাড়িয়েছেন, তেমনই দলে ব্যাটিং ও বোলিং দুইদিকেই এনেছেন দারুণ ভারসাম্য। যার ফলে বাটলারের কাজটা অনেক বেশি সহজ থাকবে।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বড় শক্তি হবে অলরাউন্ডাররাইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস ও মার্ক উড।

স্ট্যান্ড বাই: লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচ সূচি: (তারিখ, প্রতিপক্ষ, ভেন্যু)

২২ অক্টোবর: আফগানিস্তান, পার্থ
২৬ অক্টোবর: বি গ্রুপ রানার আপ, মেলবোর্ন
২৮ অক্টোবর: অস্ট্রেলিয়া, মেলবোর্ন
১ নভেম্বর: নিউজিল্যান্ড, ব্রিসবেন
৫ নভেম্বর: এ গ্রুপ বিজয়ী, সিডনি।