ঢাকায় কোরিয়ান লাইভ মিউজিক কনসার্ট ১ অক্টোবর
প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ঢাকায়-কোরিয়ান-লাইভ-মিউজিক-কনসার্ট-১-অক্টোবর
সাত সদস্যের সমন্বয়ে গঠিত কোরীয় ফিউশন মিউজিক ব্যান্ড ‘ই-সাং’ আধুনিক ফিউশন শৈলীতে কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগানের লাইভ কনসার্ট পরিবেশন করবে।
ঐতিহ্যবাহী কোরীয় মিউজিক ইন্সট্রুমেন্ট যেমন গায়াজিয়াম, জাংগু (ড্রাম) এবং তেপিয়ংসো (বাঁশি), পাশাপাশি বেস গিটার, কীবোর্ড পিয়ানো ও ড্রামের মতো পশ্চিমা ইন্সট্রুমেন্টগুলো তাদের পরিবেশনার সময় বাজানো হবে।
আরটিভির সহযোগিতায় দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনিসিসি) মেয়র আতিকুল ইসলাম।
২০২০ সালে কোভিড মহামারি প্রাদুর্ভাবের পর দূতাবাস কর্তৃক আয়োজিত এটিই প্রথম উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস জানিয়েছে, যেহেতু এটি একটি উন্মুক্ত ও বিনামূল্যের কনসার্ট তাই যে কেউ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট ছাড়াই কনসার্ট উপভোগ করতে পারবেন।