সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পারফেক্ট মেকআপের জন্য সাত নিয়ম 

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

পারফেক্ট-মেকআপের-জন্য-সাত-নিয়ম 

পারফেক্ট-মেকআপের-জন্য-সাত-নিয়ম 

নিজেকে সাজাতে ভালোবাসেন না- এমন মানুষ নেই! মেয়েদের সাজে মেকআপ গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। পারফেক্ট মেকআপের জন্য কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।

>> মেকআপ শুরু করার আগে, ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে। ত্বক অনুযায়ী বেছে নিন মাইল্ড ফেশ ওয়াশ। চাইলে একটু স্ক্রাবও করে নিতে পারেন।

>> ত্বক যদি শুষ্ক হয়, মেকআপ করলে দেখতে মোটেই ভালো লাগবে না। ত্বকে যাতে মসৃণ ভাবে মেকআপ বসতে পারে তার জন্য ত্বকের আর্দ্রতা ধরে রাখার দিকে নজর দিন। ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত হলে টোনার ব্যবহার করুন।

>> প্রাইমার দিয়ে মেকআপ শুরু করুন। মুখে যদি ওপেন পোরস্ এর সমস্যা থাকে প্রাইমার দিয়ে ভরাট করে ফেলুন।

>> কনসিলার দিয়ে চোখের তলায় কালচে দাগ ঢেকে ফেলুন।

>> ত্বকের রঙের সঙ্গে মানিয়ে, ফাউন্ডেশন লাগিয়ে নিন।

>> সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে হবে। অতিরিক্ত পাউডার ঝেড়ে ফেলে দিন।

>> নিখুঁত মেকআপের জন্য সবশেষে চোখের অংশটি হাত দিয়ে ঢেকে রেখে, সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট  করুন।