নোয়াখালীতে স্কুলছাত্রীর ওপর হামলা
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
নোয়াখালীতে-স্কুলছাত্রীর-ওপর-হামলা
হামলার শিকার স্কুলছাত্রী রাবেয়া বসরী (১৫) সদর উপজেলার কাদির হানিফ ইউপির পশ্চিম রাজারামপুরের আলী হোসেনের মেয়ে এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী।
আরো পড়ুন >>> রূপ-যৌবনই পুঁজি, ৮ বিয়ে করে কারাগারে
নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে রাবেয়া বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়। সে হরিনারায়ণপুর মহল্লায় পৌঁছলে পেছন থেকে রিকশাযোগে কে বা কারা তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বিষয়টি টের করতে পেরে বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। এরপর তার পরিবার তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। শেষে তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আরো পড়ুন >>> আবদুল্লা আল মামুন নোয়াখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুল ছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন।