শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবৈধ সার কারখানার সন্ধান, সিলগালা

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

অবৈধ-সার-কারখানার-সন্ধান-সিলগালা

অবৈধ-সার-কারখানার-সন্ধান-সিলগালা

বগুড়ার কাহালু উপজেলায় অনুমোদনহীন এক সার কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে বছর খানেক ধরে ভেজাল ও নিম্নমানের সার উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত সার বিভিন্ন প্রতিষ্ঠানের সরবরাহ করা হতো। পরে সেগুলো বাজারের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করা হতো।

গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর বৌ-বাজার গ্রামে অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে ওই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ এই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। ওই কারখানার নাম আনিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ।

গোপন সংবাদে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

আরো পড়ুন >>> ‘নিজ হাতে ১১টি লাশ উদ্ধার করেছি’

ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, আনিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সিটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া চার ধরনের জিঙ্ক সালফেট সার উৎপাদন করে আসছিল। সেখানে অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয় ও সিলগালা করা হয় প্রতিষ্ঠানটি। এই কারখানাটি পরিচালনা করে আসছিলেন জাকির হোসেন। তিনি ঝিনাইদহের সদর উপজেলার বাসিন্দা। তবে বগুড়া সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছেন জাকির।

জানা যায়, ওই কারখানা থেকে ২৫ কেজির ১ হাজার ৬২০ বস্তা ও  ৫০ কেজির ৪০০ বস্তা সার উৎপাদনের কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এসব কাঁচামালের মধ্যে ম্যাগনেশিয়াম, জিঙ্ক অ্যাশ ও এসিড রয়েছে। এছাড়াও ৫০০টি এসিডের খালি কন্টেইনার এবং ৫০ কেজির ৮০ বস্তা সার উদ্ধার করা হয়।

আরো পড়ুন >>> করতোয়ায় বাড়ছে লাশের মিছিল, মৃত বেড়ে ৬৬

অভিযানে বিএসটিআইয়ের বগুড়া কার্যালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার উৎপাদনের অবৈধ ওই কারখানা সিলগালা ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।