শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেয়েকে হত্যা করে স্ত্রীর পাশে ঘুমিয়েছিলেন জাকির

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

মেয়েকে-হত্যা-করে-স্ত্রীর-পাশে-ঘুমিয়েছিলেন-জাকির

মেয়েকে-হত্যা-করে-স্ত্রীর-পাশে-ঘুমিয়েছিলেন-জাকির

বগুড়ার শেরপুর উপজেলায় ১৬ মাস বয়সী মেয়ে হুমায়রা খাতুনকে পুকুরে ছুঁড়ে ফেলে হত্যা করেছেন বাবা। মঙ্গলবার ভোরে ওই পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। একইসঙ্গে বাবা জাকির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এর আগে সোমবার রাত ১টার দিকে ওই উপজেলার কুসুম্বী ইউনিয়নের উঁচুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ৪৫ বছরের জাকির হোসেন উঁচুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস।

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, পারিবারিক কলহের জেরে নিজের মেয়েকে হত্যা করেছেন জাকির। সোমবার রাতে মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে তুলে নিয়ে বাড়ির পাশে পুকুরে ছুঁড়ে ফেলেন তিনি। এরপরে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়েন তিনি। একপর্যায়ে তার স্ত্রী রাবেয়া খাতুনের ঘুম ভেঙে গেলে পাশে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্বামী জাকিরের আচরণে রাবেয়ার সন্দেহ হয়। তিনি বুঝতে পারেন জাকিরই কিছু একটা করেছেন।

তিনি আরো জানান, রাবেয়া মেয়ে হুমায়রাকে খুঁজে না পেয়ে অবশেষে আশেপাশে থাকা স্বজনদের ডাক দেন। পরে তারা সবাই মিলে জাকিরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সবার চাপে পড়ে মঙ্গলবার ভোরে মেয়েকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন জাকির। এরপরই পরই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নিয়ে জাকিরকে আটক করে পুলিশ। পরে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেরপুর থানার ওসি মো. আতোয়ার রহমান খোন্দকার জানান, শিশুর লাশ উদ্ধারের ঘটনায় তার বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা করা হয়নি।