আবদুল্লা আল মামুন নোয়াখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
আবদুল্লা-আল-মামুন-নোয়াখালীর-শ্রেষ্ঠ-প্রধান-শিক্ষক
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লা আল মামুন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন।
জানা যায়, প্রাথমিক শিক্ষায়, শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবদুল্লা আল মামুনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) পদে মনোনীত করা হয়েছে।
আরো পড়ুন >>> হাফেজ তাকরীমকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই পদকের জন্য প্রার্থী বাঁচাই করা হয়। আবদুল্লা আল মামুন সোনাইমুড়ি উপজেলার পূৃর্বচাঁদপুর গ্রামের আবদুজ্জাহের ও রৌশন আক্তার দম্পতির ছেলে। তারা চারবোন ও দুই ভাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি একপুত্র সন্তানের জনক।