মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মার্কিন গোপন নথি ফাঁসকারী স্নোডেনকে রুশ নাগরিকত্ব দিলেন পুতিন

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

মার্কিন-গোপন-নথি-ফাঁসকারী-স্নোডেনকে-রুশ-নাগরিকত্ব-দিলেন-পুতিন

মার্কিন-গোপন-নথি-ফাঁসকারী-স্নোডেনকে-রুশ-নাগরিকত্ব-দিলেন-পুতিন

যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনকে রুশ নাগরিকত্ব প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক মার্কিন এই নিরাপত্তা ঠিকাদার সরকারি নজরদারি কার্যক্রমের বিস্তারিত গোপন নথি সম্পর্কে তথ্য ফাঁস করেছিলেন এবং এরপর বিচার থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন। এর নয় বছরের মাথায় স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট যে ৭৫ জন বিদেশিকে নাগরিকত্ব দিয়েছেন ৩৯ বছর বয়সী স্নোডেন তাদের মধ্যে একজন। অবশ্য রুশ নাগরিকত্ব পেলেও স্নোডেন বলেছেন, তার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করার কোনো ইচ্ছা নেই।

মূলত যুক্তরাষ্ট্রের সাবেক এই গোয়েন্দা ঠিকাদারকে রাশিয়া ২০১৩ সালে আশ্রয় দেয় এবং এরপর থেকে এই দেশটিতেই বসবাস করছেন তিনি। এর আগে ২০১৭ সালে পুতিন একটি তথ্যচিত্রে বলেছিলেন, তিনি সরকারি গোপনীয়তা ফাঁস করার জন্য স্নোডেনকে ‘বিশ্বাসঘাতক’ বলে মনে করেন না।

আরো পড়ুন>> ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৭৬, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ

প্রেসিডেন্ট পুতিন সেসময় বলেছিলেন, ‘তিনি (স্নোডেন) তার দেশের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করেননি এবং তিনি অন্য কোনো দেশে এমন কোনো তথ্য স্থানান্তর করেননি, যা তার নিজের দেশ বা তার নিজের লোকদের জন্য ক্ষতিকারক হতে পারে। স্নোডেন যা করেন, প্রকাশ্যেই করেন।’

বিশ্বে গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে ২০১৩ সালে ব্যাপক আলোচনায় আসেন মার্কিন এ কর্মকর্তা। বিশ্বজুড়ে যোগাযোগ ও ডেটা চালাচালির বিষয়ে তথ্য ফাঁস করেছিলেন তিনি। নিজ দেশের নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারির ভয়াবহতা সম্পর্কেও জানিয়ে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ফাঁসের ঘটনায় স্নোডেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের আদালতে তার বিরুদ্ধে যতসব অভিযোগ আনা হয়েছে, প্রমাণিত হলে দেশটির আইন অনুসারে অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে স্নোডেনের।

আরো পড়ুন>> গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ানটেড ম্যান’ রাজনৈতিক আশ্রয় পেয়েছেন রাশিয়ায়। কিন্তু দেশটিতে স্নোডেনের নাগরিকত্ব মানতে পারছে না যুক্তরাষ্ট্র।

দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সোমবার জানিয়েছেন, স্নোডেনকে নিয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, স্নোডেনের যুক্তরাষ্ট্রে ফিরে আসা উচিত। তার অন্য আমেরিকান নাগরিকদের ন্যায় বিচারের মুখোমুখি হওয়া উচিত।

ক্যাপচার করার জন্য উচ্চ শ্রেণীবদ্ধ মার্কিন নজরদারি কর্মসূচি প্রকাশ করার পরে বিচার থেকে পালিয়েছিলেন।