দুবাইয়ে নারী ক্রিকেটারদের উষ্ণ সংবর্ধনা দিল বাংলাদেশ বিমান
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
দুবাইয়ে-নারী-ক্রিকেটারদের-উষ্ণ-সংবর্ধনা-দিল-বাংলাদেশ-বিমান
চ্যাম্পিয়নশীপ শিরোপা নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে সকালে দেশে ফিরেন নিগার সুলতানা জ্যোতি-সালমা খাতুনরা।
মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে তাদের নিয়ে স্থানীয় সময় রাত ১২ টা ৫ মিনিটে বিমান বিজি ১৪৮ ফ্লাই দুবাই ত্যাগ করে। দুবাই ছাড়ার আগে তাদের অর্জনকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে টাইগ্রেসদের উষ্ণ সংবর্ধনা জানায় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
এমন সংবর্ধনায় অভিভূত বাংলাদেশ নারী দল। ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ধারাবাহিক জয় ও দলের নিয়মিত পারফর্ম্যান্স নারী ক্রিকেট দলকে আরো বেশি উজ্জীবিত করবে। মাঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সবাই সমর্থন দিচ্ছে তাতে আমাদের টিম একটি ভাল অবস্থানে তৈরি করবে। দেশে ফেরার আগে বাংলাদেশ বিমান এমন অভ্যর্থনায় মুগ্ধ আমার টিম।’
এসময় ভবিষ্যতে এমনভাবে সবাইকে নারী ক্রিকেট দলের পাশে থাকার আহবান জানিয়েছেন এই অধিনায়ক।
এসময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা, একাউন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, দুবাই বিমান বন্দরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।
বিমানের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা বলেন, নারী ক্রিকেট দল আমিরাতে অনেক ভালো পারফর্ম্যান্স করেছে। নারীরা অনেকগুন এগিয়ে যাচ্ছে এটি আমাদের জন্য গর্বের বিষয়। খেলাধুলায় নারীদের এই সাফল্য, নারীদের এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে। নারীদের এই অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে গর্বিত বিমান বাংলাদেশ।