রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৭, বন্দুকধারীর পোশাকে নাৎসি চিহ্ন
প্রকাশিত : ১০:৫০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
রাশিয়ায়-স্কুলে-বন্দুক-হামলায়-নিহত-বেড়ে-১৭-বন্দুকধারীর-পোশাকে-নাৎসি-চিহ্ন
সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির ইজেভস্ক শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়, তদন্ত কমিটি হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেছে। আততায়ী ৩৪ বছর বয়সী আরতিয়ম কাজানৎসেভ একই স্কুলের ছাত্র ছিলেন। হামলার সময় তার গায়ের জামায় নাৎসি বাহিনীর প্রতীক ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে আততায়ীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানায়নি তারা।
আরো পড়ুন>> পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া অডিও ক্লিপ নিলামে, মূল্য সাড়ে তিন কোটি!
ঘটনার সময় রাজধানী মস্কো থেকে ৯৬০ কিলোমিটার পূর্বের শহরের স্কুলটিতে ঢুকে দুটি আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি চালায় কাজানৎসেভ। আত্মহত্যা করেন নিজেও। নিহতদের ১১ জনই শিশু।
হামলাকারীর মানসিক রোগের ইতিহাস রয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। হামলাকে অমানবিক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনায় শোকও প্রকাশ করেছেন তিনি।