মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকাডুবিতে মৃতদের পরিবারের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর অর্থ সহায়তা

প্রকাশিত : ০১:১০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

নৌকাডুবিতে-মৃতদের-পরিবারের-মাঝে-ধর্ম-প্রতিমন্ত্রীর-অর্থ-সহায়তা

নৌকাডুবিতে-মৃতদের-পরিবারের-মাঝে-ধর্ম-প্রতিমন্ত্রীর-অর্থ-সহায়তা

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়িয়া ইউনিয়নে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সোমবার ঘটনাস্থল ও দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ছত্রশিকারপুর গ্রাম পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী নিহত ব্যক্তিদের ৪৫ পরিবারকে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করেন।

আরো পরিদর্শন করেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ববিতা সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মনজুরুল হক, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।