গরু চুরি করতে এসে ধরা পড়ল ৫ ডাকাত
প্রকাশিত : ১০:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
গরু-চুরি-করতে-এসে-ধরা-পড়ল-৫-ডাকাত
এর আগে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া এলাকা থেকে ধাওয়া করে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গি গ্রাম থেকে তাদের আটক করে চান্দিনা থানা পুলিশ। তাদের আটক করতে গিয়ে ধস্তাধস্তিতে চান্দিনা থানা পুলিশের চার সদস্য আহত হন। অভিযানে দুই বাছুরসহ ২টি উন্নত জাতের গাভি, চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব কুনপাড়া গ্রামের মো. লতিফ মিয়ার ছেলে মো. জহির, চান্দিনার তীরচর গ্রামের মৃত আব্দুল আউয়াল এর ছেলে নজরুল ইসলাম, হোসেনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহ আলম, পরচঙ্গা গ্রামের মৃত আব্দুল রব এর ছেলে কাউছার, দাউদকান্দি উপজেলার আউটবাগ নগরপাড়া গ্রামের মৃত জলিল সরকারের ছেলে জামাল।
আহত চার পুলিশ সদস্য হলেন- চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত দাশগুপ্ত, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম, (এএসএই) মো. আব্দুল্লাহ, কনস্ট্রেবল শামীম।
চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম বলেন, আমার টিম রাতে টহলরত অবস্থায় ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহিচাইল এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে চোরাই গরু যাচ্ছে। এ সময় আমরা মহিচাইল জামিরাপাড়া এলাকা থেকে ঐ কাভার্ডভ্যানটি আটকের জন্য চেষ্টা করি। তারা আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত মাধাইয়ার বাস স্টেশনের দিকে ছুটে চলছিল। আমি অপর একটি টহলটিম এসআই সৈকত দাশগুপ্ত স্যারকে মাধাইয়া এলাকায় ব্যারিকেড দেওয়ার জন্য জানাই। তিনি মাধাইয়া বাস স্টেশনে আটকের চেষ্টা করলে চোরচক্র মিনি কাভার্ডভ্যানে পুলিশের টহলরত মারুতি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা ৩টি টিম তাদেরকে ধাওয়া করে দেবীদ্বার উপজেলার পাঁচরঙ্গী এলাকা থেকে তাদের আটক করি।
চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, প্রাথমিকভাবে আমরা তাদের চোরচক্রের সদস্য ধারণা করলেও পরবর্তীতে তাদের তথ্য যাচাই করে জানতে পারি তারা আন্তুজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গরুগুলোর তথ্য চেয়ে আমরা বিভিন্ন থানা এলাকায় মেসেজ দিলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা থেকে জানানো হয় ঐ থানার মোল্লাপাড়া এলাকা থেকে গরু চুরি হয়েছে। এ ঘটনায় ঐ থানায় একটি জিডি করেন গরুর মালিক ডালিম আল দ্বীন নামে এক ব্যক্তি। পরবর্তীতে গরুর মালিক থানায় এসে তাদের চোরাই হওয়া গরুগুলো শনাক্ত করেন।
ওসি আরো বলেন, গরুগুলো চান্দিনার মহিচাইল এলাকায় বিক্রির জন্য নিয়ে আসার সময় আমাদের টহলটিম গোপন সংবাদের ভিত্তিতে তাদের পিছু নেয় এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে আরো তথ্য উদঘটনের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
চার পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করে তিনি আরো বলেন, ডাকাত চক্রের সঙ্গে ধস্তাধস্তিতে আমাদের চার সদস্য আহত হয়েছে। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।