বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত
প্রকাশিত : ১০:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
বিশ্ব-পর্যটন-দিবস-উপলক্ষে-সাইকেল-র্যালি-অনুষ্ঠিত
প্রতি বছরের মতো এবারো সোমবার বিকেলে রাজধানীর পর্যটন ভবন প্রাঙ্গণে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়।
‘পর্যটনে নতুন ভাবনা’-এ শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালনের জন্য গৃহীত কর্মসূচির মধ্যে সাইকেল র্যালি অন্যতম।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন। আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পর্যটন) মো. অলিউল্লাহ।
বাংলাদেশ ট্যুরিস্ট সাইকেলিস্টের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলাম টুববুসের নেতৃত্বে সাইকেল র্যালিতে দেশের বিভিন্ন জেলার ৫ শতাধিক ট্যুরিস্ট সাইকেলিস্ট অংশ নেন।
র্যালিটি আগারগাঁও পর্যটন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ঘুরে পর্যটন ভবন এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।