বান্দরবানে বলাৎকারের দায়ে একজনের যাবজ্জীবন
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
বান্দরবানে-বলাৎকারের-দায়ে-একজনের-যাবজ্জীবন
সোমবার দুপুর ১২টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।
আদালত সুত্রে জানা যায়, মামলার আসামি শরিফুল ইসলাম ২০১৯ সালের ১৪ আগস্ট বাদী মো. জিয়াউর রহমানের তিন বছর বয়সী শিশু ছেলেকে বাড়ির পেছনে খেলা করার সময় ফুসলিয়ে বলাৎকার করে। বাদীর স্ত্রী তার ছেলেকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। হঠাৎ ঘটনাস্থল থেকে তার শিশু ছেলের কান্নার শব্দ পেয়ে ঘটনাস্থলে গেলে আসামি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রাতে আসামি বাড়িতে আসলে এলাকাবাসীর সহায়তায় ধরে থানায় সোপর্দ করে।
বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলায় পুলিশ শরিফুল ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরে আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামির বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার ১ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় শরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।