মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

প্রকাশিত : ০৯:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

আশ্রয়ণ-প্রকল্পের-ঘর-পরিদর্শন-করলেন-প্রধানমন্ত্রীর-কার্যালয়ের-পরিচালক

আশ্রয়ণ-প্রকল্পের-ঘর-পরিদর্শন-করলেন-প্রধানমন্ত্রীর-কার্যালয়ের-পরিচালক

ভোলার লালমোহনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা।

সোমবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে নির্মিত এসব আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন তিনি। এ সময় পরিচালক মীর তায়েফা সিদ্দিকা উপকারভোগী অসহায় পরিবারের সঙ্গে কথা বলেন।

উপকারভোগীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা পরিচালকের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরো অনেকে।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় লালমোহন উপজেলার বিভিন্নস্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মোট সাড়ে পাঁচশ’ সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে সেসব ঘরে বাস করতে শুরু করেছেন অসহায় পরিবারগুলো।