মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিএইচডি’র শিক্ষার্থী করছেন খাবার ডেলিভারি

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

পিএইচডির-শিক্ষার্থী-করছেন-খাবার-ডেলিভারি

পিএইচডির-শিক্ষার্থী-করছেন-খাবার-ডেলিভারি

পিএইচডি’তে অধ্যায়নরত এক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে খাবার ডেলিভারি করছেন। এ কাজকে হীন বলে পুরো চীন জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

চীনের ঝিনজিয়াং বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিতে অধ্যয়নরত ওই শিক্ষার্থীর নাম মেং ওয়াই। যদিও তিনি নিজে এই বিষয়টি নিয়ে বিচলিত নন।

সংবাদমাধ্যমকে তিনি জানান, এ কাজের মাধ্যমেই তিনি তার পরিবারের খরচ ও পিএইচডি ডিগ্রির জন্য প্রয়োজনীয় ব্যায় বহন করে থাকেন।

২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছেন তিনি। ওই সময়েই শুরু করেন পিএইচডির অধ্যায়ন। তবে প্রথম ধাপে ভালো করতে না পারায় হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে হাল ছেড়ে না দিয়ে তিনি আবারও কাজ শুরু করেন।

এর মধ্যে ২০২১ সালে পৃথিবীতে আসে তার প্রথম সন্তান। কিন্তু ওই শিশুটি হৃদযন্ত্রে জন্মগত এক বিরল রোগ নিয়ে জন্মায়, যা তাকে দিনকে দিন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল।

কিন্তু শিশুটির ওজন স্বাভাবিক না হওয়ায় তার চিকিৎসা করানো যাচ্ছিল না। এজন্য শিশুটিকে ৬০ দিন ইনটেনসিভ কেয়ারে রাখা হয়।

আরো পড়ুন>> বিষ ইঞ্জেকশন দিতে গিয়ে খুঁজেই পাওয়া গেল না শিরা! অদ্ভুত ভাবে মৃত্যুদণ্ড এড়ালেন খুনি

মেং ওয়াই জানান, ফুড ডেলিভারি থেকে আয়ের অর্থ দিয়ে তার পড়ার খরচ উঠছে না। তারপরও এ কাজ তাকে পড়াশোনার উৎসাহ জুগিয়েছে। স্থানীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পড়াশুনার ব্যর্থতা আমাকে অনেক পিড়া দিয়েছে। কিন্তু খাবার সরবরাহের কাজ করতে গিয়ে আমি কখনও কোনো কষ্ট অনুভব করিনি।

তার এ সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর অনেকে তাকে সমর্থন জানাচ্ছেন। কেউ বলেছেন, কঠোর পরিশ্রম করার মধ্যে কোনো লজ্জা নেই। অন্য একজন লিখেছেন, কোনো কাজই খারাপ না। কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করার মধ্যে সম্মান রয়েছে।

সূত্র: সাউথ চায়না মনিং পোস্ট