মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘অপারেশন সুন্দরবন’ দেখতে গেলে দর্শকদের স্বাগত জানাবে বাঘ

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

অপারেশন-সুন্দরবন-দেখতে-গেলে-দর্শকদের-স্বাগত-জানাবে-বাঘ

অপারেশন-সুন্দরবন-দেখতে-গেলে-দর্শকদের-স্বাগত-জানাবে-বাঘ

দেশব্যাপী মহাসমারোহে চলছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি প্রয়োজিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এই চলচ্চিত্রটি নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। যারা এই চলচ্চিত্রটি দেখছেন তারা এটির প্রশংসা করেছেন। 

‘অপারেশন সুন্দরবন’ টিম সব সময় সুন্দরবনের প্রকৃতি এবং সুন্দরবনের প্রাণি রক্ষার ক্ষেত্রে সমান পরিমানে গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় টিম ‘অপারেশন সুন্দরবন’ রাজধানীর চিত্রামহল, মধুমিতা ও লায়ন সিনেমা হলে ‘সুন্দরবনের বাঘ এলো সিনেমা ভ্রমণে’ নামে একটি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এই ক্যাম্পেইনটি শুরু হচ্ছে ধোলাইপাড় রোডের চিত্রা সিনেমা হল থেকে। 

প্রতিটি সিনেমা হলে একটি করে টাইগার বুথ থাকবে যেখানে সোনা, রূপা এবং হিরা নামে তিনটি বাঘ থাকবে। এই তিনটি বাঘ দর্শকদের স্বাগত জানাবে এবং এই তিনটি বাঘ দর্শকদের সিনেমা দেখতে আসতে বলবে। শিশু-কিশোররা বাঘের প্রতি আকৃষ্ট হবে এবং তারা এসে বাঘের সঙ্গে ছবি তুলবে এবং সেই ছবি ‘অপারেশন সুন্দরবন’ এর অফিসিয়াল পেজে পাঠালে প্রকাশ করা হবে। এ

ভাবে শিশু-কিশোরদের মধ্যে সুন্দরবনের বাঘ, প্রকৃতি এবং প্রাণি সম্পর্কে আগ্রহ বাড়বে এবং এদের সংরক্ষণের মানসিকতা বাড়বে।  

এপ্রেক্ষিতে চিত্রনায়ক সিয়াম সুন্দরবনের বাঘ সংরক্ষণে গুরুত্বারোপ করে বলেন, সুন্দরবনের বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে আর সুন্দরবন বাঁচলে আমাদের দক্ষিণ-পশ্চিম অঞ্চল রক্ষা পাবে, বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। 

চিত্রনায়ক জিয়াউল হোসেন রোশন বলেন- ছবিটির শুটিং এর সময় সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের যেন কোন ক্ষতি না হয় সে সম্বন্ধে লক্ষ রাখা হয়েছে। সুন্দরবনের প্রকৃতি এবং প্রাণীকূলের তার প্রতি অসীম ভালবাসা রয়েছে বলে তিনি জানান। 

চলচ্চিত্রটির পরিচালক দীপংকর দীপন বলেন, অপারেশন সুন্দরবন চলচ্চিত্রে বিভিন্ন পশু পাখিকে দেখানো হয়েছে, পশু-পাখির প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য। সুন্দরবনের বাঘ, প্রাকৃতিক পরিবেশ সুন্দরবনেই মানানসই এবং সুন্দরবনের বাঘ এবং অন্যান্য পশু-পাখিকে যেন সেখানে নিরাপদে থাকতে দেয়া হয়। 

এই আয়োজনে টিম অপারেশন সুন্দরবন সিনেমা হলগুলোতে এসে টাইগার বুথের পাশে শিশু-কিশোরদের ছবি তোলা এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দেখার আহবান জানায়।