রাশিয়ায় স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত বেড়ে ১৩
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
রাশিয়ায়-স্কুলে-ভয়াবহ-বন্দুক-হামলা-নিহত-বেড়ে-১৩
সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির ইজেভস্ক শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী ও ৮০ জন শিক্ষক-কর্মকর্তা স্কুলে ছিলেন। তবে হামলার পর পরই নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেয়া হয়। তবে ঠিক কী কারণে এ হামলা হয়েছে, তা জানা যায়নি। হামলা চালানোর পরপরই বন্দুকধারী আত্মহত্যা করেছেন।
এদিকে রুশ গণমাধ্যমে জানানো হয়েছে, ওই হামলার ঘটনায় স্কুলের এক নিরাপত্তারক্ষী এবং কমপক্ষে সাত শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে ঘটনার কিছু ভিডিও বিভিন্ন গণমাধ্যমে পোস্ট করা হয়েছে।
আরো পড়ুন>> পাকিস্তানকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
একটি ভিডিওর বর্ণনা দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, স্কুলের মেঝেতে রক্ত পড়ে রয়েছে। ওই হামলাকারীর কাছে সম্ভবত দুটি পিস্তল ছিল।
একজন তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘাড় ও মুখ ঢাকা টুপি পরিহিত সেই বন্দুকধারীর টি-শার্টে আঁকা ছিল নাৎসি চিহ্ন।
এদিকে বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে।
বন্দুক হামলার শিকার স্কুলটি ইজহেভস্ক শহরের কেন্দ্রে অবস্থিত। প্রায় সাড়ে ৬ লাখ মানুষ ওই শহরে বসবাস করেন। স্কুলটি থেকে এরইমধ্যে শিক্ষার্থী-শিক্ষকদের সরিয়ে নেয়া হয়েছে।