বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য জানাল বিসিবি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
বিপিএলে-দেশি-বিদেশি-ক্রিকেটারদের-ভিত্তিমূল্য-জানাল-বিসিবি
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশি-বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকও নির্ধারণ করে বোর্ড।
যেখানে সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ৮০ লাখ টাকা, সর্বনিম্ন ৫ লাখ টাকা। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ইউএস ডলার।
এদিকে দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’এবং সর্বনিম্ন ‘জি’। একাদশে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে।
এ ছাড়াও বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। যত ইচ্ছা ক্রিকেটার সাইন করাতে পারবে দলগুলো।
বিপিএলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য:
‘এ’ ক্যাটাগরি: ৮০ লাখ (দেশি), ৮০ হাজার ডলার (বিদেশি)
‘বি’ ক্যাটাগরি: ৫০ লাখ (দেশি), ৬০ হাজার ডলার (বিদেশি)
‘সি’ ক্যাটাগরি: ৩০ লাখ (দেশি), ৪০ হাজার ডলার (বিদেশি)
‘ডি’ ক্যাটাগরি: ২০ লাখ (দেশি), ৩০ হাজার ডলার (বিদেশি)
‘ই’ ক্যাটাগরি: ১৫ লাখ (দেশি), ২০ হাজার ডলার (বিদেশি)
‘এফ’ ক্যাটাগরি: ১০ লাখ (দেশি)
‘জি’ ক্যাটাগরি: ০৫ লাখ (দেশি)
সূচি অনুযায়ী আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হবে এবারের বিপিএল আসর। যার সমাপ্তি হবে ১৬ ফেব্রুয়ারি। পরের আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।
এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।