মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিথির ‘মানবিক বয়ফ্রেন্ড’ আলভি

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

তিথির-মানবিক-বয়ফ্রেন্ড-আলভি

তিথির-মানবিক-বয়ফ্রেন্ড-আলভি

উত্তরার ৩ নং সেক্টরের লেক পাড়ে দেখা যাচ্ছে একজন ছেলে-মেয়ে ঝগড়া করছে। আশেপাশের মানুষও কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। মেয়েটি বলছে তোমার জন্য আমি কতক্ষণ দাড়িয়ে অপেক্ষা করছি আর তুমি কি না আমাকে অপেক্ষা করাচ্ছ। ছেলেটি বলছে, তুমি বুঝার চেষ্টা কর আমি একটা অফিসে কাজ করি। আমাকে নিয়ম মেনে চলতে হয়। মেয়েটা বেশ রেগে ছেলের সাথে ব্রেকাপ করে হনহনিয়ে চলে যায়। 

এমন সময় শোনা যায় ‘কাট’। এতক্ষণ যা পড়ছেন সেটা পুরো একটা নাটকে দৃশ্যর শুটিং। যে নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন বর্তমান প্রজন্মের তরুণ অভিনেতা যাহের আলভি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথি। নাটকের শিরোনাম ‘মানবিক বয়ফ্রেন্ড’। নির্মাণ করছেন এমএইচ রাসেল।

নাটকের গল্পে দেখা যায় যাহের আলভিকে টোকাই ভেবে ভুল করে ইফফাত আরা তিথির বাবা। কিন্তু তিথি জানে আলভি একটি কর্পোরেট অফিসে চাকরী করে। কিন্তু শেষের দিকে দেখা যায় গল্পের মোড় নেয়। এভাবেই এগিয়ে গেছে গল্পটি। 

‘মানবিক বয়ফ্রেন্ড’ নাটক প্রসঙ্গে আলভি দৈনিক প্রভাতীকে বলেন, ‘নাটকের গল্পটি মজার। কাজটি করতে পেরে ভালো লাগছে। নাটকটি দর্শকদের ভালো আনন্দ দিবে।’

মানবিক বয়ফ্রেন্ড গল্পটি লিখেছেন বিদ্যুৎ রায়। এই নাটকে আরও অভিনয় করেছেন হিন্দোল রায়, বাসার বাপ্পি, ফাইজিয়া তাব্বাসুম রিয়া সহ অনেকে। খুব শিগগির নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।