মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টপ অর্ডার রান না পেলেও সমস্যা দেখছেন না আফিফ

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

টপ-অর্ডার-রান-না-পেলেও-সমস্যা-দেখছেন-না-আফিফ

টপ-অর্ডার-রান-না-পেলেও-সমস্যা-দেখছেন-না-আফিফ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার আমিরাতের মুখোমুখি হয় বাংলাদেশ।

তবে ইনিংসের শুরুতে বিপাকেই পড়ে টাইগাররা। সেখান থেকে অধিনায়ক নুরুল হাসানকে সঙ্গে নিয়ে আফিফ হোসেন গড়েন ৫৪ বলে ৮১ রানের জুটি। নিজে খেলেন ক্যারিয়ারসেরা ৭৭ রানের ইনিংস। তাতে বাংলাদেশ পায় ১৫৮ রানের লড়াকু সংগ্রহ।

শুরুতে টপাটপ ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল সফরকারীরা। সেখান থেকে আফিফ আর নুরুল উদ্ধার করেন দলকে। তবে আফিফ হোসেন ম্যাচ শেষে জানালেন, টপ অর্ডারের এমন ব্যর্থ হওয়াটা সমস্যার কিছু নয়।

ম্যাচ শেষে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘শুরুতে উইকেট একটু কঠিন ছিল। বল গ্রিপ হচ্ছিল। টপঅর্ডার ভালো করতে পারেনি, পরের ম্যাচে ইনশাআল্লাহ করবে। এটা সমস্যা নয়। আমি আর সোহান ভাই ব্যাট করার সময় আস্তে আস্তে উইকেট ভালো হচ্ছিলো দেখে আমরা আরও ভালো ব্যাটিং করতে পেরেছি।’

চাপের মুখে ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাওে তাই তার হতেই উঠে। পুরস্কার নেওয়ার সময় তিনি জানান, ‘সবসময় চাপের মুখে ব্যাটিং করতে ভালো লাগে। আমি শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছিলাম, সফল হওয়ায় ভালো লাগছে।’

তিনি বলেন, ‘কয়েকজন সিনিয়র খেলোয়াড় নেই। তবে তারা না থাকলেও আমাদের ওপর বাড়তি চাপ নেই। আমাদের সবসময় সেরা একাদশই খেলাতে হবে। আশা করি পরের ম্যাচেও আমি রান করতে পারবো।’