মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাকিব ঝড়ে কোয়ালিফায়ারে গায়ানা, হলেন ম্যাচ সেরা  

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার

সাকিব-ঝড়ে-কোয়ালিফায়ারে-গায়ানা-হলেন-ম্যাচ-সেরা- 

সাকিব-ঝড়ে-কোয়ালিফায়ারে-গায়ানা-হলেন-ম্যাচ-সেরা- 

সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সে কোয়ালিফায়ার নিশ্চিত করে গায়ানা, হলেন ম্যাচ সেরাও।  

এদিন ২৭ বল খেলে অর্ধশতকের দেখা পান তিনি। এর আগে হিসেবি বোলিংয়ে প্রতিপক্ষ বার্বাডোজ রয়্যালসকে চড়ে বসতে দেননি বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক। 

তার এমন পারফর্ম্যান্সের ফলে সিপিএলে নিজেদের পঞ্চম জয়টা তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

বল হাতে সাকিব কিছু করার আগেই অবশ্য গায়ানা রীতিমতো চেপে ধরে বার্বাডোজকে। আগের ম্যাচে তিন উইকেট শিকার করা সাকিবকে অধিনায়ক শিমরন হেটমায়ার আক্রমণে আনেন ষষ্ঠ ওভারে, সে ওভারে এক ছক্কাসহ নয় রান হজম করেন তিনি। এরপর অষ্টম ওভারে তিনি দেন ৩ রান। তাকে যখন আবারও আক্রমণে আনা হয় ১৮তম ওভারে, ততক্ষণে ৯ উইকেট খুইয়ে বসেছে প্রতিপক্ষ। তৃতীয় বলে মুজিব উর রহমানকে ফিরিয়ে বার্বাডোজের ইনিংসের সমাপ্তি টানেন সাকিব। বার্বাডোজের ইনিংস শেষ হয় ১২৫ রানে। ইনিংস শেষে তার বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ২.৩-০-১২-১। 

বার্বাডোজের বিপক্ষে সাকিব জ্বলে উঠলেন ব্যাট হাতে। ১ রানে হেমরাজ চন্দরপল আর চতুর্থ ওভারে ১৮ রানে শেই হোপকে হারানোর পর দল যখন ধুঁকছিল, সাকিব তখনই এসে পাল্টা আক্রমণের সূচনা করেন।

পঞ্চম ওভারে কাইল মেয়ার্সকে চার মেরে শুরু, মুজিবের পরের ওভারেও হাঁকিয়েছেন একটি চার। ওবেদ ম্যাকয়ের পরের ওভারে আরও এক চার, সঙ্গে এবার এলো কভারের ওপর দিয়ে বিশাল এক ছক্কা। রেমন সিমন্ডসের করা নবম ওভারে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন আরও একটি, এর আগে পরে এলো দুটো চারও। 

 

What a performance! For the second evening running, Shakib al Hasan receives the well-deserved @Dream11 MVP award! Having taken a wicket in the first innings, he then smashed 53 from 30 balls. #CPL22 #GAWvBR #CricketPlayedLouder #Dream11 #BiggestPartyInSport pic.twitter.com/AiHqduqqXf

— CPL T20 (@CPL) September 26, 2022

দশম ওভারে বাউন্সারকে আপার কাট করে থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানাছাড়া করেন তিনি, এই ছক্কায় ২৭ বলে ফিফটিটাও পূরণ করে ফেলেন সাকিব।

সাকিব আউট হবার আগে করেন ৩০ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস। তার ফেরার পর ৫৪ বলে ২৯ রানের প্রয়োজন ছিল গায়ানার, তা তুলে নিতে রাহমানউল্লাহ গুরবাজ আর কিমো পলদের কোনো সমস্যা হয়নি। ৬ উইকেটের ব্যবধানে চলতি মৌসুমের পঞ্চম জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।