নাচের জাদুতে মুগ্ধ দর্শকরা
প্রকাশিত : ০১:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
নাচের-জাদুতে-মুগ্ধ-দর্শকরা
এমন দৃশ্যই দেখা গেছে দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২২-এর পুরস্কার বিতরণ ও নৃত্যানুষ্ঠানে।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনের তিন দিনের নৃত্য প্রতিযোগিতা শেষে রোববার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী আয়োজন।
এটি ছিল প্রতিযোগিতার সপ্তম আসর। ক, খ ও গ—এই তিন গ্রুপে বিভক্ত হয়ে তিন দিনের এই বয়সভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় সারা দেশের প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ক গ্রুপে অংশ নেয় ৬ থেকে ৯, খ গ্রুপে অংশ নেয় ১০ থেকে ১৪ ও গ গ্রুপে অংশ নেয় ১৪ বছর থেকে তদূর্ধ্বরা।
অনুষ্ঠানে একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন বিভিন্ন বিভাগ থেকে উত্তীর্ণ প্রতিযোগিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আরো উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, আবদুল মতিন প্রমুখ।