টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাঘিনীরা চ্যাম্পিয়ন
প্রকাশিত : ১২:৩০ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
টি-টুয়েন্টি-বিশ্বকাপ-বাছাইয়ে-বাঘিনীরা-চ্যাম্পিয়ন
বাংলাদেশের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ইউকেট হারিয়ে ১১৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
এর আগে, ফারজানা হকের ৫৫ বলের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬১ রানে ভর করে ১২০ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। ব্যাট করতে নেমে ৬ রান করে শুরুতে মুরশিদা আউট হয়ে গেলেও ফারজানা হক দারুণ ব্যাটিং করতে থাকেন। অন্যদিকে একপ্রান্তে নিয়মিত উইকেট পড়তেই থাকে।
নিগার সুলতানা ৬ রান , রুমানা আহমেদ ২১ রান , সোবহানা মোস্তারি ৬ রান , রিতু মনি ৯ রান , সালমা খাতুন ৪ রান করে আউট হয়ে যান। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ৩ রানে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে লরা ডেলানি তিনটি, কারা মুরাই দুটি, আরলেনে কেলি নেন দুটি উইকেট। এইমের রিচার্ডসন নেন এক উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। মূলত সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও রুমানা আহমেদের বোলিং তোপে দ্রুত উইকেট হারায় আয়ারল্যান্ড। মেঘলা দুটি, নাহিদা ও রুমানা নেন একটি করে উইকেট।