মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলের ওপর হতাশ জেলেনস্কি

প্রকাশিত : ১১:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

ইসরায়েলের-ওপর-হতাশ-জেলেনস্কি

ইসরায়েলের-ওপর-হতাশ-জেলেনস্কি

ইসরায়েল একটি দখলদার কথিত ইহুদি রাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার অভিযানের কিছুদিন পরই হলোকাস্টে আক্রমণের পর রুশ সেনাদের প্রতিহত করতে সেই ইসরায়েলের কাছে সাহায্য চান ইহুদি ধর্মাবলম্বী ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তখন তার ডাকে সাড়া দেয়নি ইসরায়েল। এবারও সাড়া না পেয়ে হতাশ হলেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, আমি জানি না ইসরায়েলের কী হয়েছে। সত্যি বলতে আমি তাদের আচরণে খুবই অবাক হয়েছি। তারা কেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না- তা মোটেই আমি বুঝতে পারছি না।

গত বুধবার ফরাসি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন। তার সাক্ষাৎকারের রেকর্ডিং শনিবার প্রকাশ করেছে ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়।

ইউক্রেনে হামলার নিন্দা জানালেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না ইসরায়েল। কারণ সিরিয়ার বিষয়ে রাশিয়ার সহযোগিতা তাদের জন্য জরুরি। সে বিষয়ে ইঙ্গিত করে জেলেনস্কি আরো বলেন, ‌আমি বুঝি সিরিয়া ও রাশিয়া পরিস্থিতি নিয়ে ইসরায়েল কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে। অস্ত্র না দিলেও ইসরায়েলের বিরুদ্ধে ভলোদিমির জেলেনস্কি কোনো অভিযোগ করছেন না বলেও দাবি করেছেন।