এসআই পদে নিয়োগযোগ্য ৮১৫ প্রার্থীর তালিকা প্রকাশ, বাদ ৬০
প্রকাশিত : ১১:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
এসআই-পদে-নিয়োগযোগ্য- ৮১৫-প্রার্থীর-তালিকা-প্রকাশ-বাদ-৬০
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় উত্তীর্ণ ৮৭৫ প্রার্থীর মধ্যে ৮১৫ জনকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত ৮১৫ জনকে বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর চাকরিকাল সফলভাবে সম্পন্নের পর চাকরি স্থায়ী করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য গত ডিসেম্বরে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এরপর তাদের কম্পিউটার দক্ষতার পরীক্ষা নেয়া হয়।