সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরকারি চাকরিতে আবেদন: কোন গ্রেডের ফি কত?

প্রকাশিত : ১১:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

সরকারি-চাকরিতে-আবেদন-কোন-গ্রেডের-ফি-কত

সরকারি-চাকরিতে-আবেদন-কোন-গ্রেডের-ফি-কত

সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরির আবেদন ফি বাড়ানো হয়েছে। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, দফতর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগে পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করে ২২ সেপ্টেম্বর পরিপত্র ইস্যু করেছে সরকার। রোববার তা প্রকাশ করা হয়।

এতে নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের (নন ক্যাডার) জন্য ৬০০ টাকা ফি ধরা হয়েছে। যা আগে ছিল ৫০০ টাকা।

আর দশম গ্রেডের জন্য ৫০০ টাকা, একাদশ থেকে দ্বাদশ গ্রেডের জন্য ৩০০ টাকা, ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডের জন্য ২০০ টাকা এবং সপ্তদশ ও ২০তম গ্রেডের জন্য ১০০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

আগে একাদশ ও দ্বাদশ গ্রেডে চাকরিপ্রার্থীদের আবেদন ফি নির্ধারিত ছিল না। আর ত্রয়োদশ ও ষোড়শ গ্রেডের আবেদন ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

এছাড়া পরিপত্রে বেশ কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। যেমন-

টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে এবং পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে দেওয়া যাবে।

টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পর ৩ কার্যদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা দেয়ার পর ওই প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে ওই অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে।

অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে নিতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে এ অর্থ নিতে পারবে।

পরীক্ষা ফি বাবদ আদায় করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং ৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬ এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে।

কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) পরীক্ষা ফি জমা করতে চাইলে ১- প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট) পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট)- অর্থনৈতিক কোড (২০০১) এ জমা করতে হবে।