মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার নতুন অঙ্গীকার

প্রকাশিত : ১০:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

রাশিয়ার-নতুন-অঙ্গীকার

রাশিয়ার-নতুন-অঙ্গীকার

গণভোটের মাধ্যমে বিজয়ী হলে রাশিয়ার সঙ্গে যুক্ত ইউক্রেনের অঞ্চলগুলোকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে মস্কো। জাতিসংঘের অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ এ কথা বলেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ অভিযান চালিয়ে চারটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। সেই অঞ্চলের লোকেরা গণভোটের মাধ্যমে রাশিয়ায় যুক্ত হতে চাইলে তা করবে মস্কো। তাদের পূর্ণ নিরাপত্তাও দেওয়া হবে। ঐ চার অঞ্চলে গণভোটের তৃতীয় দিন চলছে। কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পার্লামেন্ট এই অঞ্চলগুলোকে যুক্তের নীতি প্রণয়ন করবে।

কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা আশঙ্কা করছেন, লুহানস্ক, ডোনেস্ক, খেরসন ও জাপরিঝজিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর সেই এলাকাগুলো পুনর্দখল করা কঠিন হবে ইউক্রেনের। কারণ ইউক্রেনের হামলা রাশিয়া নিজেদের ওপর হামলা বলে বিবেচনা করবে। 

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কয়েকটি অঞ্চলের যুক্ত হওয়ার বিষয়টি সরাসরি রাশিয়া ও ন্যাটোর সামরিক লড়াইয়ের মুখোমুখি নিয়ে যাচ্ছে। কারণ ইউক্রেনের সেনারা পশ্চিমা বিশ্বের অথ্যাং ন্যাটোভুক্ত দেশের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেন, ব্রিটেন ও তার মিত্ররা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকিকে পাত্তা দেওয়া উচিত নয়। এটি তার কৌশগত ভুল।   

ট্রাস বলেন, আমি মনে করি পুতিন মুক্ত বিশ্বের শক্তির প্রতিক্রিয়া অনুমান করতে পারেননি। আমরা তার সামরিক আস্ফালন ও ফালতু হুমকি শোনা উচিত না। আমরা আমাদের যা প্রয়োজন তা করব। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখব এবং ইউক্রেনকে সাহায্য করব। 

সূত্র- রয়টার্স।