মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সঠিক পিচ তৈরির চেষ্টা করছি: ম্যাকেঞ্জি

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

সঠিক-পিচ-তৈরির-চেষ্টা-করছি-ম্যাকেঞ্জি

সঠিক-পিচ-তৈরির-চেষ্টা-করছি-ম্যাকেঞ্জি

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট ইয়ান জোসেফ ম্যাকেঞ্জি ১৯ সেপ্টেম্বর ঢাকায় আসার পর ব্যাস্ত সময় পার করছেন। প্রথমে চট্টগ্রাম, এরপর কক্সবাজার, তারপর সিলেটের ভেন্যু পরিদর্শন করেন তিনি।  

শুক্রবার তার নেতৃত্বে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় দুই দিন ব্যাপি টার্ফ অ্যান্ড আউটফিল্ড ম্যানেজমেন্ট ওয়ার্কশপ।

কর্মশালা শেষ করে শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইয়ান জোসেফ ম্যাকেঞ্জি ও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। 

সেখানে পিচের ধরন, খেলায় সঠিক প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দের জন্য সঠিক পিচ তৈরি করার চেষ্টার কথাও জানান ম্যাকেঞ্জি। 

ম্যাকেঞ্জি বলেন, ‘আমরা ক্রিকেটের একটি দর্শনের দিকে তাকাচ্ছি। তা হলো খেলায় যেন ব্যাট ও বলে সঠিক ভারসাম্য থাকে। আমরা এমন পিচ তৈরি করব না যেখানে বেশি স্পিন করবে, সিম করবে। আমরা ক্রিকেটারদের উন্নতি, খেলার সঠিক প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দের জন্য সঠিক পিচ তৈরি করার চেষ্টা করব। আমরা নিশ্চিত করতে চাই এমন ভারসাম্যপূর্ণ কন্ডিশন, যেখানে খেলে ক্রিকেটাররা বিশ্বের যে কোনো মাঠে খেলার উপযুক্ত হয়ে উঠতে পারে।’

বর্তমান সময়ে বাংলাদেশের পেসারদের উন্নতির কথাও জানান ম্যাকেঞ্জি। ফলে পেসারদের উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটে পেসবান্ধব উইকেটে খেলার কথাও তুলে ধরেন এ কিউই।

ম্যাকেঞ্জি বলেন, ‘আমি তোমাদের পেসারদের দেখেছি। নিউজিল্যান্ডে যে টেস্টটা জিতেছিল, সেখানে ওরা ওই রকম পিচে খুবই নিয়ন্ত্রিত বোলিং করেছে। পেস ও স্কিলও ছিল। এটি ক্রিকেট পিচ ও মাঠ উন্নতির একটি অংশ। এতে প্রতিভাবান ক্রিকেটারদের উন্নতিটা বজায় থাকে।’

কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘এফটিপিটা এমন হচ্ছে যে, হোম ও অ্যাওয়ে এবং আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়ছে। এজন্য আমরা চাইছি যেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সমন্বয়টা বাড়াতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কন্ডিশন ও মাঠ অনুযায়ী উইকেট তৈরি হয়। নিউজিল্যান্ড এমন একটা জায়গা যেখানে স্পোর্টিং উইকেট তৈরি হয়। ওরা এদিকে অনেক উন্নতিও করেছে। আমরা চাইছি ওদের সঙ্গে কাজ করে হোম গ্রাউন্ড কিউরেটরশিপ জ্ঞানটা যেন বাড়াতে পারি।’