মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

১০০ রানে নেই টাইগারদের ৫ উইকেট, লড়ছেন সোহান-আফিফ

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

১০০-রানে-নেই-টাইগারদের-৫-উইকেট-লড়ছেন-সোহান-আফিফ

১০০-রানে-নেই-টাইগারদের-৫-উইকেট-লড়ছেন-সোহান-আফিফ

সংযুক্ত আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে বেশ বিপাকেই আছে বাংলাদেশ। ইনিংস বড় করতে লড়ছেন অধিনায়ক সোহান নিজেই। তাকে ৪৪ রানে সঙ্গ দিচ্ছেন আফিফ হোসেন।  

তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আমিরাত অধিনায়ক। স্বভাবতই ব্যাট করতে নামেন টাইগাররা। 

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচটি জিটিভিতে সরাসরি সম্প্রচার করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০০ রান করে। 

বাংলাদেশ ইনিংসের শুরুতেই ২.৫ ওভারে ২৬ রান করতে সাজঘরে ফিরেন সাব্বির রহমান রুম্মান ও লিটন কুমার দাস। দুজনই ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির। ওপেনিং পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩ বল খেলে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন তিনি।

ওয়ান ডাউনে খেলতে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন দাসও। ৮ বলে তিন চারে ১৩ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে ২.৫ ওভারে ২৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। 

৭.১ ওভারে ৪৭ রান করতেই প্রথমসারির ৪ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও সুবিধা করতে পারেননি সাব্বির রহমান রুম্মন ও মেহেদি হাসান মিরাজ। 

বাংলাদেশ একাদশ : 
সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।