জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে জ্যোতিরা
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
জয়ের-লক্ষ্যে-টস-জিতে-ব্যাটিংয়ে-জ্যোতিরা
রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।
বাছাই পর্বের গ্রুপপর্বের সব কয়টি ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বের টিকিটের সঙ্গে নিশ্চিত করে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ের ফাইনাল। তবে মূলপর্ব নিশ্চিত করেই থামতে চায় না বাংলাদেশ। বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত হিসেবে যেতে চায় বিশ্বকাপের মূলপর্বে।
বিশ্বকাপের বাছাইয়ের অভিজ্ঞতা ঘরের মাঠে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনেও কাজে আসবে বলে বিশ্বাস নারী দলের। বাংলাদেশের নারী দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, 'বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরে আমরা আনন্দিত। আনন্দের চেয়ে বড় যে বিষয়টা, দলের এটা প্রাপ্য ছিল। কোচিং স্টাফরা সবাই দারুণ সাপোর্ট করেছেন। তবে আমি চাইব সামনে যেন এভাবে কোয়ালিফাই খেলে বিশ্বকাপে যেতে না হয়। দলের ক্রিকেটাররাও এই ভাবনায় একমত। বিশ্বকাপ খেলার সুযোগ আমাদের প্রাপ্য।'
তিনি আরও বলেন, 'আনন্দ লাগছে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরে। তবে বারবার এই বাছাই আমরা খেলতে চাই না। পরের বার যেন এত কষ্ট করে, এসব ম্যাচ খেলে যেতে না হয়, ওই চেষ্টাই করব।'