পূজায় নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেবে সরকার: পরিবেশমন্ত্রী
প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
পূজায়-নির্বিঘ্ন-করতে-সব-ব্যবস্থা-নেবে-সরকার-পরিবেশমন্ত্রী
রোববার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে। আমার নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় কখনোই শারদীয় দুর্গাপূজা উদযাপন বিঘ্নিত হয়নি। এবারো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর এবং বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার।