বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোহলির রান তাড়া ‘শিল্প’ এখন বাবরের আয়ত্বে: শোয়েব আকতার

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার

কোহলির-রান-তাড়া-শিল্প-এখন-বাবরের-আয়ত্বে-শোয়েব-আকতার

কোহলির-রান-তাড়া-শিল্প-এখন-বাবরের-আয়ত্বে-শোয়েব-আকতার

রান তাড়া করে দলের জয়ে প্রধান ভূমিকা রেখে বহু ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তাই রান তাড়ায় বিশ্ব ক্রিকেটে কোহলিই সেরা। কোহলির এই রান তাড়ার ‘শিল্পকে’ পাকিস্তান অধিনায়ক বাবর আজম আয়ত্বে নিয়ে নিয়েছেন বলে মনে করেন সাবেক স্পিড স্টার শোয়েব আকতার।

রান তাড়ায় ব্যাট হাতে একাই ম্যাচ বের করে আনার বহু রেকর্ড আছে কোহলির। ২০১৯ সালের নভেম্বরের পর হঠাৎ করেই হারিয়ে যান কোহলি। দলের জয়ে আগের মত বড় ভূমিকাই রাখতে পারেননি তিনি। অবশ্য সদ্য শেষ হওয়া এশিয়া কাপের টি-২০ ফরম্যাটে সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি।

তবে গেল কয়েক বছরে কোহলি না পারলেও পাকিস্তানের বাবর ঠিকই রান তাড়ায় দলের জয়ে বড় ভ‚মিকা রেখে আসছেন। এ সপ্তাহেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে ২০০ রানের টার্গেটে একাই ১১০ রান করেন বাবর। গত দু’বছরে বেশ কয়েকটি ম্যাচে রান তাড়ায় বড় ইনিংস খেলেছেন তিনি।

তাই আখতার মনে করেন, রান তাড়ায় কোহলি যে ভূমিকা পালন করতো  এখন সেটি বাবর করছেন ।

নিজের ইউটিউব চ্যানেলে আকতার বলেন, রান তাড়ায় সেরা ছিলো কোহলি। এখন ঐ শিল্পকে আয়ত্ব করেছে বাবর। রান ও স্ট্রাইক রেট, এগুলোই পাকিস্তানের দরকার।

সর্বশেষ এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাবর। ছয় ম্যাচে ৬৮ রান করেছিলেন তিনি। তাই বাবরের ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা শুরু হয়েছিলো। তবে ইংল্যান্ডের বিপক্ষে করা বাবরের সেঞ্চুরির প্রশংসা করেন আখতার। 

আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানের প্রশংসা করতে ভুল করেননি তিনি, ‘পাকিস্তানের দুই ওপেনার, বিশেষ করে বাবর, আরও একবার দেখিয়েছে সে কেন বিশ্বের এক নম্বর। যখন সে দ্রুত রান করে, রিজওয়ানের জন্য কাজ সহজ হয়ে যায়। তারা একে অপরের পরিপূরক’।

তিনি আরো বলেন, স্ট্রাইক রেট খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচে এই স্ট্রাইক রেট ধরে রাখা সম্ভব না। তবে এটা নিশ্চিত করতে হবে, মিডল অর্ডারের জন্য কাজ কিছুটা সহজ করে দেয়া। তাদের যেন ওভার প্রতি ১৩ রানের বেশি তাড়া করতে না হয়।