বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, দল পেলেন না সাকিব
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রোববার
বিপিএলের-৭-ফ্র্যাঞ্চাইজি-চূড়ান্ত-দল-পেলেন-না-সাকিব
এবারের তালিকায় সবচেয়ে বড় চমক বিপিএলের অন্যতম সফল দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাবেক ফ্র্যাঞ্চাইজি আকতার গ্রুপের দল না পাওয়া। এছাড়া সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট বিপিএলের দল কিনতে আগ্রহ প্রকাশ করলেও তালিকাভূক্ত হয়নি।
এবার বিপিএলে দল পায়নি বেক্সিমকো গ্রুপও। আগের আসরের মতো এবারও রাজশাহী থেকে কোনো দল খেলবেনা বিপিএলে। তবে কয়েক আসর পর আবারো বিপিএলে ফিরেছে বসুন্ধরা গ্রুপ। তারা সংপুরের ফ্র্যাঞ্চাইজি হিসেবে দায়িত্ব পেয়েছে।
একনজরে দেখে নিন বিপিএলের আগামী ৩ আসরে কোন দলের মালিকানায় কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে-
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড- বরিশাল
মাইন্ডট্রি লিমিটেড- খুলনা
প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড- ঢাকা
ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড- সিলেট
টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ)- রংপুর
ডেল্টা স্পোর্টস লিমিটেড- চট্টগ্রাম
কুমিল্লা লিজেন্ডস লিমিটেড- কুমিল্লা